SUCCESS IS JOURNEY NOT A DESTINATION
১।"আমি পারবো না"- আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?
২।"আমার দ্বারা সম্ভব নয়"- কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব নয়?
৩।"সব শেষ হয়ে গেছে"- আপনি শুরুটা কোথাই দেখলেন যে শেষ বলছেন?
৪।"অনেক সময় চলে গেছে"- কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?
৫।"আমার কোনও সাহায্যকারী নেই"- সবাই নিজেকে নিয়ে ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে?
৬।"আমি অনেক কষ্টে আছি"- একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!
৭।"অনেক টাকার দরকার"- টাকা হাতেই জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকাই সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যাই না!
৮।"আমার চেহারা খারাপ"- চেহারা না হলে বড় হওয়া যাবে না- এমন নিশ্চয়তা কোথাই পেলেন?
৯।"আমার কপালই খারাপ"- কোন আয়নাই দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?
১০। "আমি হতাশাই ভুগছি"- হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন?