Mission to Making Honest Business Man
একটা দেশের উন্নতির পিছনে সার্বিক ভূমিকা পালন করে ব্যবসায়ীরা । আমাদের দেশের যে কোনো পণ্যের মান দিনে দিনে মন্দের দিকে যাচ্ছে । আমাদের দেশে যারা ব্যবসায়ীরা তারা বাধ্য হয়ে বিভিন্ন ধরনের কর্ম কান্ড লিপ্ত হচ্ছে । সব ব্যাবসায়ীরা চায় মোটামোটি লাভ করতে । কিন্তু বাজারের যে অবস্থা কে কার চে বেশি কম দাম এ পণ্য দিবে এই প্রতিযোগিতায় পণ্যের ১২ টা বাজিয়ে দিয়েছে । কিছুই করার নাই বাধ্য সবাই , কারণ পণ্য কম দামে না দিলে তার পণ্য ও কেউ কিনবে না । আমরা অনেক বলি আমরা আপগ্রেড হচ্ছি কিন্তু এ কি অবস্থা একটা দেশের ভিত্তি হচ্ছে দেশের ব্যাবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠান । সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর হাল আস্তে আস্তে কোথায় যাচ্ছে ?
সেখানে আমরা আপগ্রেড হলাম কিভাবে ? চলুন আসুন আমরাই শুরু করি এই পরিস্থিতির পরিবর্তন করার । আমাদের এই দেশের মূল ভিত্তি ব্যবসা প্রতিষ্ঠান গুলু কে কি করে ধ্বংস হতে দেই ? কারণ এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে । যে অবস্থা আমাদের এই গুলো বলে প্রকাশ করা যাবে না । আমাদের এই সমস্যা কে মোকাবেলার জন্য কেউ না কেউ এগিয়ে আস্তে হবে কেন আপনি না, কেন আমি না , আমরা কি একটা সুন্দর দেশ দেখতে চাই না ? কেনই বা আমরা সরকার এর উপর আশা করবো ? আমাদের এই সমস্যা মোকাবেলার জন্য বেশি কিছু লাগবে না শুধু ১ টা সৎ সাহস দরকার ।
আমরা একটু কল্পনা করি , আমরা যে খাবার টা খাবো তা টাটকা খাবো , ভেজাল কোনো পণ্য থাকবে না , ব্যাবসায়ীরা নির্দিষ্ট পরিমানে প্রফিট করবে আমরা সার্কার কে ভ্যাট দিবো ব্যাবসায়ীরা সঠিক ট্যাক্স দিবে এই সকল কিছুর উপর নির্বর করে পণ্যের দাম নির্ধারণ করবে । আমরা ভালো পণ্য পাবো, ভালো জিনিসের দাম একটু বেশি হবে কিন্তু এত বেশি হবে না কারণ বাড়তি খরচ লাগবে না প্রতিষ্ঠানের । এমন একটা দেশ কি আমরা দেখে যেতে চাইবো না ? সারা জীবন ভেজাল, ২ নম্বর, বাজে পণ্য এবং কালো বাজারী হাতে আমরা জিম্মি থাকবো ? এর থেকে বের হয়ে আস্তে হবে । আমরা গুড প্রাকটিস শুরু করি । তরুণরা বাংলাদেশের সকল কর্ম কাণ্ডে প্রধান ভূমিকা পালন করে আসছে । আবার আসুন আমরা এই তরুণরা আবার সৎ ব্যাবসায়ী নির্বর বাংলাদেশ গড়ি ।
[ মনে রাখবেন আপনার ও একটি মতামত তরুণদের দিয়ে সৎ ব্যাবসায়ী গড়ে উঠার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করলেন ]
আমাদের আজকের এই দিন থেকে আমাদের সৎ ব্যাবসায়ী গড়ে উঠার অঙ্গীকার করলাম ।
[বিদ্রঃ যদি বাঙালি জাতি চিন্তা করত আমাদের এই দেশের মানুষের বিনিময়ে দেশ স্বাধীন হবে , মানুষের বিনিময়ে দেশ স্বাধীন - তা হতে দাও যাবে না , তাহলে আমাদের এই দেশ স্বাধীন হতো না ]
আজাদুর রহমান