Mission to Making Honest Business Man

Mission to Making Honest Business Man

একটা দেশের উন্নতির পিছনে সার্বিক ভূমিকা পালন করে ব্যবসায়ীরা আমাদের দেশের যে কোনো পণ্যের মান দিনে দিনে মন্দের দিকে যাচ্ছে আমাদের দেশে যারা ব্যবসায়ীরা তারা বাধ্য হয়ে বিভিন্ন ধরনের কর্ম কান্ড লিপ্ত হচ্ছে সব ব্যাবসায়ীরা চায় মোটামোটি লাভ করতে কিন্তু বাজারের যে অবস্থা কে কার চে বেশি কম দাম এ পণ্য দিবে এই প্রতিযোগিতায় পণ্যের ১২ টা বাজিয়ে দিয়েছে কিছুই করার নাই বাধ্য সবাই , কারণ পণ্য কম দামে না দিলে তার পণ্য ও কেউ কিনবে না আমরা অনেক বলি আমরা আপগ্রেড হচ্ছি কিন্তু এ কি অবস্থা একটা দেশের ভিত্তি হচ্ছে দেশের ব্যাবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠান সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর হাল আস্তে আস্তে কোথায় যাচ্ছে ?

সেখানে আমরা আপগ্রেড হলাম কিভাবে ? চলুন আসুন আমরাই শুরু করি এই পরিস্থিতির পরিবর্তন করার আমাদের এই দেশের মূল ভিত্তি ব্যবসা প্রতিষ্ঠান গুলু কে কি করে ধ্বংস হতে দেই ? কারণ এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে যে অবস্থা আমাদের এই গুলো বলে প্রকাশ করা যাবে না আমাদের এই সমস্যা কে মোকাবেলার জন্য কেউ না কেউ এগিয়ে আস্তে হবে কেন আপনি না, কেন আমি না , আমরা কি একটা সুন্দর দেশ দেখতে চাই না ? কেনই বা আমরা সরকার এর উপর আশা করবো ? আমাদের এই সমস্যা মোকাবেলার জন্য বেশি কিছু লাগবে না শুধু ১ টা স সাহস দরকার
আমরা একটু কল্পনা করি , আমরা যে খাবার টা খাবো তা টাটকা খাবো , ভেজাল কোনো পণ্য থাকবে না , ব্যাবসায়ীরা নির্দিষ্ট পরিমানে প্রফিট করবে আমরা সার্কার কে ভ্যাট দিবো ব্যাবসায়ীরা সঠিক ট্যাক্স দিবে এই সকল কিছুর উপর নির্বর করে পণ্যের দাম নির্ধারণ করবে আমরা ভালো পণ্য পাবো, ভালো জিনিসের দাম একটু বেশি হবে কিন্তু এত বেশি হবে না কারণ বাড়তি খরচ লাগবে না প্রতিষ্ঠানের এমন একটা দেশ কি আমরা দেখে যেতে চাইবো না ? সারা জীবন ভেজাল, ২ নম্বর, বাজে পণ্য এবং কালো বাজারী হাতে আমরা জিম্মি থাকবো ? এর থেকে বের হয়ে আস্তে হবে আমরা গুড প্রাকটিস শুরু করি তরুণরা বাংলাদেশের সকল কর্ম কাণ্ডে প্রধান ভূমিকা পালন করে আসছে আবার আসুন আমরা এই তরুণরা আবার সৎ ব্যাবসায়ী নির্বর বাংলাদেশ গড়ি

[ মনে রাখবেন আপনার ও একটি মতামত তরুণদের দিয়ে সৎ ব্যাবসায়ী গড়ে উঠার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করলেন ]

আমাদের আজকের এই দিন থেকে আমাদের সৎ ব্যাবসায়ী গড়ে উঠার অঙ্গীকার করলাম
[বিদ্রঃ যদি বাঙালি জাতি চিন্তা করত আমাদের এই দেশের মানুষের বিনিময়ে দেশ স্বাধীন হবে , মানুষের বিনিময়ে দেশ স্বাধীন - তা হতে দাও যাবে না , তাহলে আমাদের এই দেশ স্বাধীন হতো না ]
আজাদুর রহমান