Basic Knowledge of Entrepreneur

Basic Knowledge of Entrepreneur

আমাদের একটা কথা মনে রাখতে হবে অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ করা আর নিজের পায়ে কুড়াল মারা সমান । আমরা যখন একটা ব্যাবসার কথা চিন্তা করি তখন বিভিন্ন ধরণের আইডিয়ার কথা চিন্তা আসে এই ভাবে কাজ করবো ওই ভাবে কাজ করবো । আসলে একটা জিনিস চিন্তায় করা হয়  না যে আমাদের আমাদের অভিজ্ঞতার খাতা শূন্য এই শুন্য ব্রেন নিয়ে কাজ করলে তো ভুল হওটাই স্বাভাবিক । প্রথম এ কোনো কাজ শুরু করতে গেলে অনেকে প্রব্লেম ফেস করে না কিন্তু পরে যে প্রব্লেম এর ফেস করতে হয় টা স্বাভাবিক ভাবে কাটায় উঠতে পারে না ফলে অনেক ক্ষতি হয় ।  তাই আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে । আমরা যে ব্যবসা করতে ইচ্ছুক সে ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরী করতে হবে বা ইন্টার্ন হিসাবে যোগ দিতে হবে । ঐ প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ প্রযন্ত কার্যক্রম পর্যবেক্ষন করতে হবে । প্রতিটি কাজে নিজেকে পারফেক্ট করতে হবে । কম করে হলেও ১ বছর এর কর্ম কাণ্ড লক্ষ্য করতে হবে । হয়তো ২ মাস সময় নিয়ে কাজ শিখে ফেলছেন এই ভাবনা নিয়ে কাজ শুরু করতে পারেন কিন্তু সমস্যা মোকাবেলা করার ক্ষমতা হয়তো থাকবে না । 



এখন প্রধান আলোচনায় আসি, এন্ট্রেপ্রেনিউর মানে ঐটা না যা সবাই করে এন্ট্রেপ্রেনিউর মানে ঐটা যেটা আপনি একা উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন আইডিয়া তৈরী করে কাজে লাগানো কে বুজায় । অনেকে আবার নতুন ব্যবসা শুরু করতে গিয়ে ক্ষতির স্মুখীন হয়েছে ।

নতুন আইডিয়াকে কিভাবে কাজে লাগানো যায় । যেহেতু নতুন আইডিয়া তাই শ্রোতের প্রতিকূল । প্রতি কুল অতিক্রম করা সহজ কথা না । পৃথিবীর সকল বড় বড় সফল ব্যাক্তিরা ইউনিক ইউনিক আইডিয়া নিয়ে  নিরলস পরিশ্রম করে সফল হয়েছে । 

ব্যবসা অবস্থা এখন কেমন আমাদের দেশে ? এই প্রসঙ্গে বললে , উন্নত রাষ্টের মতো পণ্য যে প্রযন্ত তৈরী না হবে সেই প্রযন্ত এই দেশে ব্যবসা আছে। 
যে প্রযন্ত আমরা ১০০ % ভালো পণ্য না পাবো সেই প্রযন্ত ব্যবসা আছে । 



নতুন নতুন আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে এক্সপার্ট হতে হবে । বড় বড় মানুষের উক্তি বাণী বা তারা যেই ভাবে কাজ করছে সেই ভাবে কাজ করলে সফল হবেন মোটেও না যদি এমনই হতো তাহলে পৃথিবীতে একটা কাজের ফর্মুলা থাকতো । মনে রাখবেন আপনি কে সেটা আপনি নিজেই জানেন, তো নিজের মদ্যে থেকে নিজেকে খুঁজেবের করুন । 

নিজেকে এমন ভাবে রাখুন যে আপনি ভবিষতের সফল ব্যাক্তি । আপনার গায়ে যাতে দাগ ও না লাগে ছোট ছোট ব্যাবসায়িক ভুল হলে মনে রাখবেন এই ভুল গুলো ভবিষতে ইঙ্গিত করবে আপনাকে  । ছোট ছোট ভুল মানুষের বেশি হয় । যারা সফল ব্যাক্তি তারা এই গুলো ভুল খুব কেয়ার করতো, যাতে তার দ্বারা এই ভুল বা কারো ক্ষতি যেন না হয়, এই জন্যই তারা এত জনপ্রিয় । 

আপনার পরাজয়কে দূর করতে স্বপ্ন তৈরী করুন । কত দিনের মদ্যে আপনি তা বাস্তবায়ন করবেন ভিশন ঠিক করুন । প্রতিদিনকে আপনার জীবনের শেষ দিন মনে কাজ করুন তাহলেই আপনার গন্তব্যে যেতে পারবেন ।